Ajker Patrika

দেবহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নিয়ে তদন্ত চলছে। ছবি: আজকের পত্রিকা
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নিয়ে তদন্ত চলছে। ছবি: আজকের পত্রিকা

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার বেলা ১১টায় তদন্তে আসেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের।

তদন্তে সখিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষক, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক শেখ তহিরুজ্জামান অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আত্মীয়করণের মাধ্যমে নিয়োগ-বাণিজ্য, আয়-ব্যয় ও ক্রয় এবং টিআর কমিটির সদস্যদের বাদ দিয়ে নিজের ইচ্ছেমতো সবকিছু করেন। অনুপস্থিত শিক্ষার্থীদের দিনপ্রতি পাঁচ টাকা হারে নেওয়া, রাতের আঁধারে বিদ্যালয় থেকে তিন ভ্যান সরকারি বই বিক্রিসহ নানা বিষয়ে তদন্ত করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের বলেন, ‘জেলা প্রশাসক আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমি উভয় পক্ষের বক্তব্য লিখিতভাবে জমা দেব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত