খুলনা প্রতিনিধি
কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি (ধর্মঘট) পালন করছেন খুলনার জ্বালানি ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না।
জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। তাই পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপোই তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছে। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ওপর ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। এর আগে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করে। কিন্তু কোনো ফলাফল পায়নি।
জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণে বৃদ্ধি পেলেও কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধির দাবিতে আজ সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। এ সময় খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না। তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন (পাম্প) থেকে তেল (নিজ নিজ পাম্পে মজুতকৃত) সরবরাহ অব্যাহত রয়েছে।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘২৮ ঘনটায় দাবি পূরণ না হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি (ধর্মঘট) পালন করছেন খুলনার জ্বালানি ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টা থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না।
জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। তাই পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপোই তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছে। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ওপর ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। এর আগে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করে। কিন্তু কোনো ফলাফল পায়নি।
জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণে বৃদ্ধি পেলেও কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধির দাবিতে আজ সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। এ সময় খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হবে না। তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন (পাম্প) থেকে তেল (নিজ নিজ পাম্পে মজুতকৃত) সরবরাহ অব্যাহত রয়েছে।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘২৮ ঘনটায় দাবি পূরণ না হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৫ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৭ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ ঘণ্টা আগে