Ajker Patrika

শুষ্ক মৌসুমেও নদীতে ভাঙন, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের মানুষ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৭
শুষ্ক মৌসুমেও নদীতে ভাঙন, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের মানুষ

কুষ্টিয়ার দৌলতপুরে শুষ্ক মৌসুমেও পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা, হাটখোলা ও কোলদিয়াড় গ্রামের বেশ কিছু আবাদি জমি ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে। 

এদিকে শুষ্ক মৌসুমের এই ভাঙনে হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রায়টা-মহিষকুণ্ডি নদীরক্ষা বাঁধ, ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইনসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নদীতে বন্যার পানি গত বছরের মতো বাড়লেও নদী থেকে পানি নেমে যাওয়ার অনেক পরে নদীতে ভাঙন দেখা দিয়েছে। 

এ বিষয়ে মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরেই নদীভাঙনের ফলে কৃষকের হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি সংসদ সদস্যের কাছে অনুরোধ করব, তিনি যাতে দ্রুতগতিতে পাউবোর সঙ্গে কথা বলে এখানে স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন। 

ভেঙে যাওয়া পদ্মাপাড়ে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে ভুরকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান বলেন, ভুরকা-হাটখোলা থেকে কোলদিয়াড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীতে বিলীন হয়ে যাচ্ছে চার ফসলি জমি ও বাগান। চার ফসলি জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। 

এলাকাবাসী জানান, নদীভাঙনের তীব্রতার কারণে বাঁধের কাছে ভাঙন শুরু হয়েছে। যদি এই বাঁধ ভেঙে যায়, তাহলে এই এলাকা বিলীন হয়ে যাবে। অপরিকল্পিত বালু তোলার কারণে নদীর দিক পরিবর্তন হয়েছে। ফলে শুষ্ক মৌসুমেও নদীভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। 

কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে এ ধরনের ভাঙন দেখবেন না, যেটা দৌলতপুরের এই অংশে দেখা দিয়েছে। এটা রেগুলার ভাঙন। নতুন সরকার গঠিত হয়েছে, এখন সংশ্লিষ্ট আসনের সাংসদ সদস্যের একটি ডিও লেটার পেলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব দেব।’ 

পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বলেন, নদীভাঙন রোধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত