পাখির জন্য এক শিক্ষকের ভালোবাসা

প্রতিনিধি, হরিণাকুন্ডু (ঝিনাইদহ)
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১: ৪৫
Thumbnail image

মহামারিতে থমকে গেছে মানুষের জীবন। চারদিকে মৃত্যুর মিছিল, আতঙ্ক। কর্মহীন মানুষের খাদ্য সংকট। এমন সময়ে পাখির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখাচ্ছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। 

উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে মো. আমিনুর রহমান। ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এখন অবসর জীবন কাটাচ্ছেন। 

প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দখলপুর বাজারে হাজির হন তিনি। হাতে থাকে কিছু রুটি। ঝাঁক বেঁধে আগে থেকেই তাঁর অপেক্ষায় থাকে হাজারো শালিক। আমিনুর রহমান রুটি ছিঁড়ে টুকরো করে স্নেহভরে এগিয়ে দেন পাখিদের সামনে। 

অবসরপ্রাপ্ত এ শিক্ষক বলেন, পাখির প্রতি আমার একটি ভালোবাসা চলে এসেছে। এদের দেখাশোনা করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তাদের ভালোবাসার ছায়াতলে থাকতে চাই। 

স্থানীয়রা বলেন, আমিনুর রহমান যে মহতী কাজ করছেন তা এক কথায় প্রশংসনীয়। পাখিদের খাওয়ানোর এই দৃশ্য দেখতে সকালবেলা ছুটে আসেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত