প্রতিনিধি, হরিণাকুন্ডু (ঝিনাইদহ)
মহামারিতে থমকে গেছে মানুষের জীবন। চারদিকে মৃত্যুর মিছিল, আতঙ্ক। কর্মহীন মানুষের খাদ্য সংকট। এমন সময়ে পাখির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখাচ্ছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে মো. আমিনুর রহমান। ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এখন অবসর জীবন কাটাচ্ছেন।
প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দখলপুর বাজারে হাজির হন তিনি। হাতে থাকে কিছু রুটি। ঝাঁক বেঁধে আগে থেকেই তাঁর অপেক্ষায় থাকে হাজারো শালিক। আমিনুর রহমান রুটি ছিঁড়ে টুকরো করে স্নেহভরে এগিয়ে দেন পাখিদের সামনে।
অবসরপ্রাপ্ত এ শিক্ষক বলেন, পাখির প্রতি আমার একটি ভালোবাসা চলে এসেছে। এদের দেখাশোনা করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তাদের ভালোবাসার ছায়াতলে থাকতে চাই।
স্থানীয়রা বলেন, আমিনুর রহমান যে মহতী কাজ করছেন তা এক কথায় প্রশংসনীয়। পাখিদের খাওয়ানোর এই দৃশ্য দেখতে সকালবেলা ছুটে আসেন অনেকে।
মহামারিতে থমকে গেছে মানুষের জীবন। চারদিকে মৃত্যুর মিছিল, আতঙ্ক। কর্মহীন মানুষের খাদ্য সংকট। এমন সময়ে পাখির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখাচ্ছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে মো. আমিনুর রহমান। ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এখন অবসর জীবন কাটাচ্ছেন।
প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দখলপুর বাজারে হাজির হন তিনি। হাতে থাকে কিছু রুটি। ঝাঁক বেঁধে আগে থেকেই তাঁর অপেক্ষায় থাকে হাজারো শালিক। আমিনুর রহমান রুটি ছিঁড়ে টুকরো করে স্নেহভরে এগিয়ে দেন পাখিদের সামনে।
অবসরপ্রাপ্ত এ শিক্ষক বলেন, পাখির প্রতি আমার একটি ভালোবাসা চলে এসেছে। এদের দেখাশোনা করা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তাদের ভালোবাসার ছায়াতলে থাকতে চাই।
স্থানীয়রা বলেন, আমিনুর রহমান যে মহতী কাজ করছেন তা এক কথায় প্রশংসনীয়। পাখিদের খাওয়ানোর এই দৃশ্য দেখতে সকালবেলা ছুটে আসেন অনেকে।
লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেবানেছা বয়সের ভারে নুয়ে পড়লেও মনটা আজও টগবগে। ঘুরে ঘুরে সবার খাওয়া দেখলেন। ‘মরার পরে যদি কেউ চল্লিশা না করে, তাই আগেই করলাম। তাতে সবাইকে খাওয়ানোও হলো, দোয়াও পেলাম। এখন মনে শান্তি লাগছে। মরার পরে না, বেঁচে থাকতেই মানুষের দোয়া পাওয়া যে কত সুন্দর’, হাসিমুখে বললেন বানেছা বেওয়া।
২৯ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলচালক কাজী আবদুস সাকিরকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগেযশোরের শার্শা উপজেলার ফাতেমাতুজ্জোহরা কওমি মাদ্রাসার আবাসিক ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে মনিটর রাখা হয়েছে শিক্ষকের কক্ষে। একজন অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকেলে মাদ্রাসায় অভিযান চালিয়ে দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ
৩৬ মিনিট আগে