ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
২ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগে