মাগুরা প্রতিনিধি
মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সমাবেশ করতে চাইলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা তাঁদের ব্যানার কেড়ে নেন বলে জানান বাম দলের নেতারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। শান্তিপূর্ণ পরিবেশে আজ চৌরঙ্গী মোড়ে সড়কের এক পাশে দাঁড়াতে গেলে পুলিশ আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমাদের ব্যানার তারা কেড়ে নিয়ে যায়। পরে ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাই।
সমাবেশ করতে না দেওয়ায় নিন্দা জানান উপস্থিত জাসদ মাগুরা জেলার সভাপতি এ টি এম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা।
এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তারা এখানে জড়ো হচ্ছিল বিশৃঙ্খলা করা জন্য। তা ছাড়া তারা কোনো সমাবেশের অনুমতি আমাদের থেকে নেয়নি। এ জন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করা যায় না।
মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সমাবেশ করতে চাইলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা তাঁদের ব্যানার কেড়ে নেন বলে জানান বাম দলের নেতারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। শান্তিপূর্ণ পরিবেশে আজ চৌরঙ্গী মোড়ে সড়কের এক পাশে দাঁড়াতে গেলে পুলিশ আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমাদের ব্যানার তারা কেড়ে নিয়ে যায়। পরে ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাই।
সমাবেশ করতে না দেওয়ায় নিন্দা জানান উপস্থিত জাসদ মাগুরা জেলার সভাপতি এ টি এম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা।
এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তারা এখানে জড়ো হচ্ছিল বিশৃঙ্খলা করা জন্য। তা ছাড়া তারা কোনো সমাবেশের অনুমতি আমাদের থেকে নেয়নি। এ জন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করা যায় না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সভাটি শুরু হয়। কুয়েট উপাচার্য মোহাম্মদ মাছুদ সভায় সভাপতিত্ব করছেন। সভা কেন্দ্র করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগেবাবার মৃত্যুর শোক বুকে চেপে রেখেই এসএসসি পরীক্ষায় বসতে হলো খাইরুল বেপারী নামের এক শিক্ষার্থীকে। আজ বুধবার সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যায় সে।
৩৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিট হরাইজন নামের একটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এই মহাসড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে