সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বকচরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল (সামেক) ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহাদাত হোসেন শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের আলমগীর হোসেন, জয়নগর গ্রামের আব্দুর রউফ, দেবহাটার তপন ঘোষ, কালিগঞ্জের রুহুল আমিন। বাকিদের নাম জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দিগন্ত পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বাসটির চালক ঘুমের চোখে গাড়ি চালাচ্ছিলেন। শহরের বকচরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে একটি মেহগনি গাছে বাসটির ধাক্কা লাগে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় চালকের সহকারী শাহাদাত হোসেনকে সামেক হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে চুকনগর এলাকায় তিনি মারা যান। বাসটির চালক পালিয়ে গেছেন।
সাতক্ষীরার বকচরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল (সামেক) ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহাদাত হোসেন শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের আলমগীর হোসেন, জয়নগর গ্রামের আব্দুর রউফ, দেবহাটার তপন ঘোষ, কালিগঞ্জের রুহুল আমিন। বাকিদের নাম জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দিগন্ত পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বাসটির চালক ঘুমের চোখে গাড়ি চালাচ্ছিলেন। শহরের বকচরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে একটি মেহগনি গাছে বাসটির ধাক্কা লাগে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় চালকের সহকারী শাহাদাত হোসেনকে সামেক হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে চুকনগর এলাকায় তিনি মারা যান। বাসটির চালক পালিয়ে গেছেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টাঙানো চিকিৎসকদের কর্মবিরতি ব্যানারের নিচে হাঁসফাঁস করছিলেন ঝাঁকুয়াপাড়া গ্রামের রোগী বৃদ্ধ আব্দুল মজিদ। তাঁর একটু সামনে দুই বছরের অসুস্থ শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নারায়ণজন গ্রামের গৃহবধূ চায়না বেগম।
১ মিনিট আগেএকুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
৫ মিনিট আগেবৃহস্পতিবার অফিস ছুটির সময় ৫৪ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুতের কথা জানানো হয়। রোববার থেকে তাঁদের অফিসে আসতে হবে না। অতিরিক্ত জনবল দেখিয়ে সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বগুড়ার কারখানা থেকে এভাবেই তাঁদের চাকরিচ্যুত করা হয়।
৯ মিনিট আগেশেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে