ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষক আবু বকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও তিনজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হলেন-উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্কাচ আলী, হাসিবুল ইসলাম, রবিউল ইসলাম, ইউনুচ আলী, কাশেম মিয়া, মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেন।
ঝিনাইদহ আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে উপজেলার গোপীনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের কৃষক হাফিজুর রহমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে জখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যান। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (রোববার) মামলার আসামি আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। দণ্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে। মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষক আবু বকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও তিনজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হলেন-উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্কাচ আলী, হাসিবুল ইসলাম, রবিউল ইসলাম, ইউনুচ আলী, কাশেম মিয়া, মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেন।
ঝিনাইদহ আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে উপজেলার গোপীনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের কৃষক হাফিজুর রহমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে জখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যান। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (রোববার) মামলার আসামি আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। দণ্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে। মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৯ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৯ ঘণ্টা আগে