শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর-শিতালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শীতালী বাজারে শিমুল সমর্থক ইউপি সদস্য নায়েবের কর্মীরা নজরুল ইসলামের সমর্থক লাল্টু বিশ্বাসের গ্রুপের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শিতালী বাজারের পাশ থেকে গতকাল সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নায়েব সমর্থকদের ধাওয়া করে লাল্টু সমর্থকেরা। এরই জের ধরে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে শিতালী বাজারে রশিদ খাঁ নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে নায়েব সমর্থকেরা। এ ঘটনার পর উভয় পক্ষ দলিলপুর ও শিতালী গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে বকুল শেখ, রশিদ খাঁ, মিনিস্টার, আকুল, শিমুলসহ ১০ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল্টু বিশ্বাস ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য নায়েব আলী একে অপরকে দায়ী করছেন।
এ নিয়ে লাল্টু বিশ্বাস বলেন, ‘গত রোববার ঝিনাইদহ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় নায়েব আলীর লোকজন অন্যায়ভাবে আমার সমর্থকের গাড়ি ভেঙে দেয়। এ নিয়ে উত্তেজনা চলছিল। পুনরায় তারা আজ সকালে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও আহত করে।’
অন্যদিকে নায়েব আলী বলেন, ‘আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি। লালটুর সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা করেছে।’
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ‘দলিলপুর শিতালী গ্রামে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক।’
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর-শিতালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গত রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শীতালী বাজারে শিমুল সমর্থক ইউপি সদস্য নায়েবের কর্মীরা নজরুল ইসলামের সমর্থক লাল্টু বিশ্বাসের গ্রুপের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শিতালী বাজারের পাশ থেকে গতকাল সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নায়েব সমর্থকদের ধাওয়া করে লাল্টু সমর্থকেরা। এরই জের ধরে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে শিতালী বাজারে রশিদ খাঁ নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে নায়েব সমর্থকেরা। এ ঘটনার পর উভয় পক্ষ দলিলপুর ও শিতালী গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে বকুল শেখ, রশিদ খাঁ, মিনিস্টার, আকুল, শিমুলসহ ১০ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল্টু বিশ্বাস ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য নায়েব আলী একে অপরকে দায়ী করছেন।
এ নিয়ে লাল্টু বিশ্বাস বলেন, ‘গত রোববার ঝিনাইদহ আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় নায়েব আলীর লোকজন অন্যায়ভাবে আমার সমর্থকের গাড়ি ভেঙে দেয়। এ নিয়ে উত্তেজনা চলছিল। পুনরায় তারা আজ সকালে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও আহত করে।’
অন্যদিকে নায়েব আলী বলেন, ‘আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি। লালটুর সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা করেছে।’
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ‘দলিলপুর শিতালী গ্রামে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক।’
নাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
১ few সেকেন্ড আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগেরাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১ ঘণ্টা আগে