গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
নিখোঁজ মোহাম্মদ জাবের কর্ণফুলী উপজেলার শিকলবাহার বাইট্টাগোষ্ঠী বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে ছেলে শহিদুল ইসলাম জনি এবার উপজেলার কালারপোল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
৩ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে এবার প্রত্যাহার হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। গতকাল বুধবার তাঁকে ঝিনাইদহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার একটি অভিযোগের তদন্তে গিয়ে তোপের মুখে পড়ে এএসআই লুৎফর রহমান পিস্তল উঁচিয়ে গুলি করতে গিয়েছিলেন উত্তেজিত লোকজনকে।
৫ মিনিট আগেবঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া পাঁচটি ট্রলারে গণডাকাতি করা হয়েছে। জলদস্যুদের হামলায় অর্ধশত জেলে আহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের কাছ থেকে মাছ ও রসদসহ দুই কোটি টাকার মালপত্র লুট করে নেওয়া গেছে। ডাকাতেরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়ায় ভুক্তভোগী ৬৮ জেলেকে উদ্ধার করে ২৫ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার...
৯ মিনিট আগেঢাকা উত্তর সিটি করপোরেশন দখল হওয়া পাবলিক স্পেস, পার্ক ও খেলার মাঠ উদ্ধারে দ্রুত অভিযান চালাবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। ফুটপাত দখল, মশা, জলাবদ্ধতা ও ইজিবাইকের সমস্যারও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে