গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
৯ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে