দোলন বিশ্বাস
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৫ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৬ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৭ ঘণ্টা আগে