কারখানা থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৪: ৩২
Thumbnail image

ময়মনসিংহের ভালুকায় কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজীব মিয়া (২২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২০) গুরুতর আহত হন। গতকাল বুধবার রাতে উপজেলার পিএ নিট কম্পোজিট লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজীব মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হতাহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়িতে পোশাক কারখানা ছুটির পর শ্রমিক দম্পতি সজীব মিয়া ও সোনিয়া আক্তার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পিএ নিট কম্পোজিট লিমিটেডের সামনে এলে ময়মনসিংহগামী দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব মিয়া সড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হন। 

ওসি গোলাম রসুল জানান, সজীব মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত