ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২: ২২
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৭
Thumbnail image
গ্রেপ্তার মেয়র আব্দুল কাদের সেখ। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারপতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওই দিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া ২২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দেওয়া হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আব্দুল কাদের সেখ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখকে আটক করা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয়বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১১ কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে। গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সংশ্লিষ্টরা আপিল করলে ১৫ মে ওই স্থগিতাদেশের চেম্বার আদালত বহাল রাখলেও তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের হস্তক্ষেপে গত ২৩ জুন মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রত্যর্পণের চিঠি: শেখ হাসিনা কি আইসিসিতে যাবেন, ঢাকা–দিল্লির সামনে বিকল্প কী

পদ্মা সেতুতে দুর্নীতির নিষ্পত্তি হওয়া মামলা পুনঃ তদন্তের সিদ্ধান্ত দুদকের

রাজধানীর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন

অভ্যুত্থানের মতো দেশের স্বার্থেও শিবিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব: সারজিস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত