ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) হত্যার ঘটনায় খোকন মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় হত্যার ঘটনাটি ঘটেছে।
হত্যাকাণ্ডের সঙ্গে আরও জড়িতরা হলো বলাশপুর কসাইপাড়ার সহর আলীর ছেলে মো. সোহেল (১৬), বলাশপুর মোড়লবাড়ির আকরাম হোসেনের ছেলে মো. মনির (১৬), বলাশপুর ফকিরবাড়ির বিল্লাল হোসেনের ছেলে মো. সাগর (১৬), কেওয়াটখালী ওয়াপদা মোড়ের চুন্নু মিয়ার ছেলে মো. রোহান (১৬) ও বলাশপুর মধ্যপাড়ার মো. হাসেমের ছেলে মো. রাফি (১৬)।
জানা গেছে, গতকাল আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে অটোচালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করেন। পরে অটোরিকশাচালককে মারতে মারতে হাক্কানীর মোড়ে নিয়ে যান এবং পানের দোকান থেকে চাকু নিয়ে হত্যা করেন। স্থানীয়রা অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পানদোকানি খোকন মিয়াকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আজ রোববার সকালে মৃতের ভাই সুমন চন্দ্র সরকার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মৃতের ভাই সুমন চন্দ্র সরকার বলেন, ‘আমরা হিন্দুরা অনেকটাই নিরীহভাবে চলাচল করি। আমাদের কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ নেই। প্রথমে মনে করছি, আমার ভাই দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরে পুলিশ বলেছে ভাইকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
মৃতের শ্যালক রনি চন্দ্র বংশী বলেন, ‘আমার বোনজামাইকে এভাবে হত্যা করা হবে তা কোনো দিন ভাবতে পারিনি। তিনি সংসারের একমাত্র অবলম্বন ছিলেন। তাঁর তিনটি মেয়ে রয়েছে। এখন আমার বোন ও মেয়েরা কীভাবে চলবে? আশা করছি, যাঁরা এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, পুলিশ তাঁদের অচিরেই আইনের আওতায় আনবে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘তাপস চন্দ্র সরকার ধোবাউড়া-ময়মনসিংহ রুটে অটোরিকশা চালাতেন। গতকাল রাতে যাত্রী নামিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এতে মোটরসাইকেলচালক মনির ও তাঁর সহযোগীরা বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাপস চন্দ্রকে মারতে মারতে হাক্কানী মোড়ে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে পানের দোকান থেকে একটি চাকু নিয়ে তাঁর পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহতাবস্থায় মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। পানদোকানি খোকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, বিষয়টি জানতে তাঁকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) হত্যার ঘটনায় খোকন মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় হত্যার ঘটনাটি ঘটেছে।
হত্যাকাণ্ডের সঙ্গে আরও জড়িতরা হলো বলাশপুর কসাইপাড়ার সহর আলীর ছেলে মো. সোহেল (১৬), বলাশপুর মোড়লবাড়ির আকরাম হোসেনের ছেলে মো. মনির (১৬), বলাশপুর ফকিরবাড়ির বিল্লাল হোসেনের ছেলে মো. সাগর (১৬), কেওয়াটখালী ওয়াপদা মোড়ের চুন্নু মিয়ার ছেলে মো. রোহান (১৬) ও বলাশপুর মধ্যপাড়ার মো. হাসেমের ছেলে মো. রাফি (১৬)।
জানা গেছে, গতকাল আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে অটোচালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করেন। পরে অটোরিকশাচালককে মারতে মারতে হাক্কানীর মোড়ে নিয়ে যান এবং পানের দোকান থেকে চাকু নিয়ে হত্যা করেন। স্থানীয়রা অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পানদোকানি খোকন মিয়াকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আজ রোববার সকালে মৃতের ভাই সুমন চন্দ্র সরকার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মৃতের ভাই সুমন চন্দ্র সরকার বলেন, ‘আমরা হিন্দুরা অনেকটাই নিরীহভাবে চলাচল করি। আমাদের কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ নেই। প্রথমে মনে করছি, আমার ভাই দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরে পুলিশ বলেছে ভাইকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
মৃতের শ্যালক রনি চন্দ্র বংশী বলেন, ‘আমার বোনজামাইকে এভাবে হত্যা করা হবে তা কোনো দিন ভাবতে পারিনি। তিনি সংসারের একমাত্র অবলম্বন ছিলেন। তাঁর তিনটি মেয়ে রয়েছে। এখন আমার বোন ও মেয়েরা কীভাবে চলবে? আশা করছি, যাঁরা এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, পুলিশ তাঁদের অচিরেই আইনের আওতায় আনবে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘তাপস চন্দ্র সরকার ধোবাউড়া-ময়মনসিংহ রুটে অটোরিকশা চালাতেন। গতকাল রাতে যাত্রী নামিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এতে মোটরসাইকেলচালক মনির ও তাঁর সহযোগীরা বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাপস চন্দ্রকে মারতে মারতে হাক্কানী মোড়ে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে পানের দোকান থেকে একটি চাকু নিয়ে তাঁর পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহতাবস্থায় মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। পানদোকানি খোকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, বিষয়টি জানতে তাঁকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৪ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৪ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৫ ঘণ্টা আগে