Ajker Patrika

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নাজমুল হোসেন জেলার মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে। ডেঙ্গুতে তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। 

মহিউদ্দিন খান বলেন, নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগতে থাকেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। 

মহিউদ্দিন খান জানান, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, মহিলা ৩ জন ও শিশু ৪ জন। 

এদিকে গত মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত