Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা: অভিযোগপত্র আদালতে, নাম নেই ২ নম্বরসহ ১৩ আসামির

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৬: ০০
সাংবাদিক নাদিম হত্যা: অভিযোগপত্র আদালতে, নাম নেই ২ নম্বরসহ ১৩ আসামির

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তবে মামলার এজাহারে থাকা ২ নম্বর আসামি চেয়ারম্যানের ছেলে রিফাতসহ ১৩ জনকে বাদ দেওয়া হয়েছে।

গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতে সিআইডি এই অভিযোগপত্র দাখিল করেছে। বিষয়টি আজ বুধবার জানাজানি হয়েছে। ঘটনার ১৫ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলো।

গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে মারাত্মক আহত করেন। রাতেই তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে বকশীগঞ্জ থানার ওসি তদন্ত করলেও পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেষমেশ মামলার তদন্ত চলে যায় সিআইডির কাছে। সিআইডি এক বছর পাঁচ মাস তদন্ত শেষে গত ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়।

এদিকে মামলার ২ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাতসহ ১৩ জনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক নাদিমের পরিবার সিআইডির দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত