ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। আজ শনিবার সকালে মডেল থানার সামনে এই মহাসড়ক অবরোধ কর্মসূচি করেন শ্রমিকেরা।
মহাসড়ক শ্রমিকেরা অবরোধ করায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে আগামীকাল রোববার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।’
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, ভালুকা পৌরসভার খারুয়ালী গজারিয়া খালপাড়ে অবস্থিত গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা গত জানুয়ারি মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেন। এরপর কারখানা কর্তৃপক্ষ ২০ ফেব্রুয়ারি তাঁদের বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিলেও ওই তারিখে বেতন না দেওয়ায় শ্রমিকেরা কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভালুকা মডেল থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে জানতে গ্লোরি কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। পরে তিনি কল ধরলে ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা অবরোধ করলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আগামীকাল কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। আজ শনিবার সকালে মডেল থানার সামনে এই মহাসড়ক অবরোধ কর্মসূচি করেন শ্রমিকেরা।
মহাসড়ক শ্রমিকেরা অবরোধ করায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে আগামীকাল রোববার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।’
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, ভালুকা পৌরসভার খারুয়ালী গজারিয়া খালপাড়ে অবস্থিত গ্লোরি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা গত জানুয়ারি মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেন। এরপর কারখানা কর্তৃপক্ষ ২০ ফেব্রুয়ারি তাঁদের বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিলেও ওই তারিখে বেতন না দেওয়ায় শ্রমিকেরা কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভালুকা মডেল থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে জানতে গ্লোরি কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। পরে তিনি কল ধরলে ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা অবরোধ করলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। আগামীকাল কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২৬ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
১ ঘণ্টা আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২ ঘণ্টা আগে