Ajker Patrika

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১১: ৫৮
দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু

নেত্রকোনার দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দুই দিনব্যাপী দেউলি উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে এই উৎসব শুরু হয়।

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ স্লোগানকে প্রতিপাদ্য করে কালচারাল একাডেমির হলরুমে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

পরে আলোচনাসভায় প্রধান অতিথি মো. আবুল মনসুর বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণে আদিবাসীদের জ্ঞান ও মেধা আরও বিকশিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, উপসচিব  মিজানুর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, গীতিকার হাসান মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি হাসিবুর রেজা কল্লোল, হাজং লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং) ও সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

দেউলি উৎসবের প্রথম দিন সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত