নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস না যেতেই সড়কের পাশে প্যালাসাইডিংয়ের সিসি ব্লকে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে সড়কের সুরক্ষার জন্য ব্যবহৃত প্যালাসাইডিং ব্লকের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ বাজার-তাড়াইল তিন কিলোমিটার সড়কটি ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ ও প্যালাসাইডিংয়ের কাজও শেষ হয়েছে। সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন নরসুন্দা নদীর পাড় ঘেঁষে যাওয়া ওই প্যালাসাইডিংয়ের কাজ শেষ করেছেন ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ঠিকাদার মুর্শেদ ফকির।
সরেজমিনে দেখা গেছে, নরসুন্দা নদীর পাড়ে স্থাপিত প্যালাসাইডিংয়ের সিসি ব্লকের নিচে মাটি সরে গিয়ে ব্লকগুলো আলাদা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এ ছাড়া ওই সড়কের অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক ও বুলু মিয়া জানান, আওয়ামী লীগের দলীয় ঠিকাদার হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। ফলে দায়সারা কাজ করেছে। এ ছাড়া নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, গাছগুলোর শিকর ঠিকমতো না তুলে সেখানে মাটি ভালোভাবে না বসিয়ে ব্লক বসিয়েছে। ব্লক বসানোর সময় ওই ঠিকাদারকে বলা হয়েছিল গাছগুলোর শিকর ভালোভাবে তোলার জন্য, কিন্তু তা করেনি। তখন প্রতি-উত্তরে ঠিকাদার বুলু মিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ইঞ্জিনিয়ার, তুই আমাকে জ্ঞান দিতে আইছস?’
এ বিষয়ে ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোর্শেদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্লকের নিচের মাটি সরে গেছে, তাই ফাটল দেখা দিয়েছে। নদীর পানি শুকালে মাটি দিয়ে ব্লক বসানো হবে।’
নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সড়কের ফাইনাল বিল পরিশোধ করা হয়নি। ভেঙে যাওয়া প্যালাসাইডিং ঠিকাদারকে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস না যেতেই সড়কের পাশে প্যালাসাইডিংয়ের সিসি ব্লকে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে সড়কের সুরক্ষার জন্য ব্যবহৃত প্যালাসাইডিং ব্লকের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ বাজার-তাড়াইল তিন কিলোমিটার সড়কটি ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ ও প্যালাসাইডিংয়ের কাজও শেষ হয়েছে। সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন নরসুন্দা নদীর পাড় ঘেঁষে যাওয়া ওই প্যালাসাইডিংয়ের কাজ শেষ করেছেন ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ঠিকাদার মুর্শেদ ফকির।
সরেজমিনে দেখা গেছে, নরসুন্দা নদীর পাড়ে স্থাপিত প্যালাসাইডিংয়ের সিসি ব্লকের নিচে মাটি সরে গিয়ে ব্লকগুলো আলাদা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এ ছাড়া ওই সড়কের অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক ও বুলু মিয়া জানান, আওয়ামী লীগের দলীয় ঠিকাদার হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। ফলে দায়সারা কাজ করেছে। এ ছাড়া নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, গাছগুলোর শিকর ঠিকমতো না তুলে সেখানে মাটি ভালোভাবে না বসিয়ে ব্লক বসিয়েছে। ব্লক বসানোর সময় ওই ঠিকাদারকে বলা হয়েছিল গাছগুলোর শিকর ভালোভাবে তোলার জন্য, কিন্তু তা করেনি। তখন প্রতি-উত্তরে ঠিকাদার বুলু মিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ইঞ্জিনিয়ার, তুই আমাকে জ্ঞান দিতে আইছস?’
এ বিষয়ে ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোর্শেদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্লকের নিচের মাটি সরে গেছে, তাই ফাটল দেখা দিয়েছে। নদীর পানি শুকালে মাটি দিয়ে ব্লক বসানো হবে।’
নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সড়কের ফাইনাল বিল পরিশোধ করা হয়নি। ভেঙে যাওয়া প্যালাসাইডিং ঠিকাদারকে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২০ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে