Ajker Patrika

দল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

জামালপুর জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিন আহমেদকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ আয়োজিত মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. মমতাজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে অনান্য বক্তাগণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করে, যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ কারণে মো. মমতাজ উদ্দিন আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি পূর্বক বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত