গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বাসুটিয়া ইটভাটা সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

মৃত বৃদ্ধার নাম ঝর্ণা আক্তার (৬০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামের বাসিন্দা। 

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রেনে কাটা পড়া বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত