নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেযানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী...
২৪ মিনিট আগে