ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মিনি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাক আরোহী হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হোসাইন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আব্দুস সাত্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মুফতি সাজ্জাদ হোসাইন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তাঁদের একজন কাঁচামালের ব্যবসা করতেন, অন্যজন হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইন ঢাকা থেকে কাঁচামাল কিনে মিনি ট্রাক বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে পৌঁছালে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় চালকের পাশে বসে থাকা আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সাত্তার ময়মনসিংহের চড়পাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মিনি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাক আরোহী হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হোসাইন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আব্দুস সাত্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মুফতি সাজ্জাদ হোসাইন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তাঁদের একজন কাঁচামালের ব্যবসা করতেন, অন্যজন হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইন ঢাকা থেকে কাঁচামাল কিনে মিনি ট্রাক বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে পৌঁছালে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় চালকের পাশে বসে থাকা আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সাত্তার ময়মনসিংহের চড়পাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১৪ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
২৫ মিনিট আগে