Ajker Patrika

মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২৫
মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। 

মৃতরা হলেন শেরপুর সদরের রাশিদা বেগম (৭০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সখিনা (৬২)। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি নভেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন পাঁচজন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৫ জন রোগী ভর্তি আছেন। এঁদের মধ্যে আইসিইউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া চারজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন নজরুল ইসলাম। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২৪ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত