মামলা থেকে বাবরের মুক্তিতে আটপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১২: ১৬
আটপাড়ায় বিএনপির আনন্দ মিছিল। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপির আয়োজনে আনন্দ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেতুর বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাছুম চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্যসচিব খসরু আহমেদ প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর মিথ্যা ও ষড়যন্ত্র মামলার শিকার হয়েছেন। একে একে সকল মামলা থেকে মুক্তি পাচ্ছেন তিনি। ১০ ট্রাক অস্ত্রের সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় লুৎফুজ্জামান বাবর ২০ বছর ধরে জেলে। অবশেষে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তিনি। তাতে তাঁরা আনন্দিত।

এ সময় বলা হয়, তাঁরা আশা করছেন, আগামী ১৫ জানুয়ারি লুৎফুজ্জামান বাবর তাঁদের মাঝে ফিরে আসবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত