Ajker Patrika

গফরগাঁওয়ে লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭: ৪৪
গফরগাঁওয়ে লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সায়েম মাহমুদী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন। 

আজ শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের গণ্ডগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু সায়েম মাহমুদী রওনা ইউনিয়নের ভারইল মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমামের দায়িত্ব ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। পিতা নাম হেলাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ১১টার দিকে তিনি ভারইল মসজিদ থেকে মোটরসাইকেলে গফরগাঁও বাজারে যাচ্ছিলেন। রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘লরি ও চালককে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত