বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০২

আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’ নান্দাইল শাখার দুই সদস্য বন্যার্তদের জন্য কাপড়, শুকনো খাবার, স্যালাইন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। সম্প্রতি পাঠকবন্ধুর সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী ও সানজিদা ইসলাম ছোঁয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে নিজ উদ্যোগে এসব সংগ্রহ করেন।

পাঠকবন্ধুর সদস্যরা বন্যার্ত পাঁচ শ পরিবারের জন্য শুকনো খাবার, খাবার পানি, সুরক্ষা সামগ্রী ও ৫ হাজার ব্যবহার উপযোগী কাপড় সংগ্রহ করেন। সম্প্রতি এসব সামগ্রী নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। এ কাজে তাঁদের সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।

বন্যার্তদের জন্য কাপড় সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকানান্দাইল শাখার পাঠকবন্ধু বিধান কৃষ্ণ গোস্বামী বলেন, ‘আমরা চেষ্টা করেছি বন্যার্তদের জন্য একটু সহযোগিতা করার। বন্যাকবলিত এলাকার শিশু ও নারীদের প্রাধান্য দিয়ে সুরক্ষা সামগ্রী, শুকনো খাবার, খাবার পানি ও ব্যবহারযোগ্য কাপড় পৌঁছে দিয়েছি। মহৎ এ কাজে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত