Ajker Patrika

ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১: ৩৮
গ্রেপ্তার যুবলীগ নেতা আবু রায়হান। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার যুবলীগ নেতা আবু রায়হান। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আবু রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে ইসলামপুর থানার পুলিশ আবু রায়হানকে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার আবু রায়হান পাথর্শী ইউনিয়নের পূর্ব গামারিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে ইসলামপুর অডিটরিয়ামের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দা, রড, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। এতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুমসহ ৩১ জনের নাম উল্লেখ এবং ৮০–৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আবু রায়হানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত