Ajker Patrika

জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না: মির্জা আজম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না: মির্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (এমপি) বলেছেন, ‘জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না। সে সময় মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতেন না। জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করে স্বাধীনতার পরাজিত শক্তিকে ক্ষমতায় পুনর্বাসন করেছে।’ 

আজ রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া প্রস্তাবিত কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

কর্মী সমাবেশে মির্জা আজম আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দুর্নীতির বরপূত্র। ওয়ান ইলেভেনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার পর চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে গেছে। আজ পর্যন্ত আর দেশে ফিরে আসেনি।’ 

আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (এমপি)দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ। 

প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশে বক্তারা দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফারিন হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য পৌরবাসী ভোটারদের আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত