Ajker Patrika

নেত্রকোনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৪, ১৯: ৪২
নেত্রকোনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গতকাল শুক্রবার নেত্রকোনা-মদন কাইটাইল ইউনিয়নের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন মদন থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শাহাজাহান সিরাজী, এসআই সামিউল ইসলাম, এএসআই জামিল হোসেন ও কনস্টেবল রাসেল মিয়া। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের ফুটবল খেলা শুরু হয়। খেলা নিয়ে তর্ক–বিতর্কে উভয় দলের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে দুই গ্রামের লোকজন সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কে সংঘর্ষে জড়ায়। 

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।/// সংঘর্ষের কারণে প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা পর্যন্ত সংঘর্ষে আহত ৩৪ জন রোগীকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু রোগী আবার চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’ 
 
মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শনিবার সকালে আবারও ওই দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা সালিস বৈঠকে বিষয়টি আগামী চার দিনের মধ্যে সমাধান করবেন বলে জেনেছি। এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত