নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীকে কাজে লাগিয়ে ইজারাবিহীন শত শত কোটি টাকার পাথর আমদানি-রপ্তানির ব্যবসা করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে উপজেলায় বাণিজ্যিক সুবিধা বাড়লেও সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে পাথরের স্তূপে নরসুন্দার পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। পানিপ্রবাহের পথ সংকুচিত হওয়ায় অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা।
এ ছাড়া পরিবেশের ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে সড়ক ও জনপথ (সওজ) এবং নদীর জায়গা দখল করে অবাধে চলছে পাথরের রমরমা ব্যবসা। পাথর ব্যবসাকে কেন্দ্র করে নরসুন্দা নদীর জমি (চর) দখলের মহোৎসব চলছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সিলেট, সুনামগঞ্জ, ছাতকসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় করে নদীপথে লাখ লাখ ঘনফুট পাথর মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে নিয়ে আসছেন। সেই সব পাথর নরসুন্দা নদীর তীরে স্তূপ করে রাখা হয়েছে। পরে সেগুলো ক্রাশিং মেশিনের মাধ্যমে ভেঙে বিক্রি করা হচ্ছে। নদীর জায়গা ব্যবসায়ীরা দখলে নেওয়ায় সংকুচিত হয়ে পড়েছে প্রশস্ততা। অনেকেই আবার নদীর পাশের ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে পাথর এনে স্তূপ করে রাখছেন।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার মেশিনের (ক্রাশিং মেশিন) দেদার ব্যবহার চলছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি শব্দদূষণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পাথর বহনকারী ছোট-বড় প্রতিটি নৌকা থেকে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় পাথর ব্যবসায়ী সমিতি। কথা হলে বেশ কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, এ ক্ষেত্রে সরকারি ইজারা ডাকের ব্যবস্থা করলে ভালো হতো। এখানে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে পাথরের ব্যবসা। স্থানীয় আইয়ুব আলী খান, হাবিবুর রহমান বাচ্চু ও মামুন মিয়ার নেতৃত্ব পাথরের এই ব্যবসা চলছে বলে জানা গেছে।
জানতে চাইলে উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু নদীতে পাথর স্তূপ করে রাখার কথা স্বীকার করে বলেন, এসি ল্যান্ড এসে তিন দিনের সময় দিয়ে গেছেন, তবে তিন দিন কেন? তিন মাসেও সরানো সম্ভব নয়।
স্থানীয় মুসুল্লি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব বলেন, ‘সরকারি ইজারা ডাক নেই। অনেকেই ইউপি থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে। আমার জানামতে, অনেকেরই ইনকাম ট্যাক্সের ফাইলও আছে। তবে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।’
কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মাহমুদ ফয়সাল জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষয়টি খোঁজ নিতে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নদীতে পাথর রাখার জন্য পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হচ্ছে। ব্যবসায়ীরা সেটা করতে পারেন না। পাথর ভাঙার জন্য যে ক্রাশার মেশিন ব্যবহার করছে, তা ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীকে কাজে লাগিয়ে ইজারাবিহীন শত শত কোটি টাকার পাথর আমদানি-রপ্তানির ব্যবসা করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে উপজেলায় বাণিজ্যিক সুবিধা বাড়লেও সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে পাথরের স্তূপে নরসুন্দার পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। পানিপ্রবাহের পথ সংকুচিত হওয়ায় অল্প বৃষ্টিতেই প্লাবিত হয় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা।
এ ছাড়া পরিবেশের ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে সড়ক ও জনপথ (সওজ) এবং নদীর জায়গা দখল করে অবাধে চলছে পাথরের রমরমা ব্যবসা। পাথর ব্যবসাকে কেন্দ্র করে নরসুন্দা নদীর জমি (চর) দখলের মহোৎসব চলছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সিলেট, সুনামগঞ্জ, ছাতকসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় করে নদীপথে লাখ লাখ ঘনফুট পাথর মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে নিয়ে আসছেন। সেই সব পাথর নরসুন্দা নদীর তীরে স্তূপ করে রাখা হয়েছে। পরে সেগুলো ক্রাশিং মেশিনের মাধ্যমে ভেঙে বিক্রি করা হচ্ছে। নদীর জায়গা ব্যবসায়ীরা দখলে নেওয়ায় সংকুচিত হয়ে পড়েছে প্রশস্ততা। অনেকেই আবার নদীর পাশের ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে পাথর এনে স্তূপ করে রাখছেন।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার মেশিনের (ক্রাশিং মেশিন) দেদার ব্যবহার চলছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি শব্দদূষণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পাথর বহনকারী ছোট-বড় প্রতিটি নৌকা থেকে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় পাথর ব্যবসায়ী সমিতি। কথা হলে বেশ কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, এ ক্ষেত্রে সরকারি ইজারা ডাকের ব্যবস্থা করলে ভালো হতো। এখানে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে পাথরের ব্যবসা। স্থানীয় আইয়ুব আলী খান, হাবিবুর রহমান বাচ্চু ও মামুন মিয়ার নেতৃত্ব পাথরের এই ব্যবসা চলছে বলে জানা গেছে।
জানতে চাইলে উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু নদীতে পাথর স্তূপ করে রাখার কথা স্বীকার করে বলেন, এসি ল্যান্ড এসে তিন দিনের সময় দিয়ে গেছেন, তবে তিন দিন কেন? তিন মাসেও সরানো সম্ভব নয়।
স্থানীয় মুসুল্লি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব বলেন, ‘সরকারি ইজারা ডাক নেই। অনেকেই ইউপি থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে। আমার জানামতে, অনেকেরই ইনকাম ট্যাক্সের ফাইলও আছে। তবে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।’
কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মাহমুদ ফয়সাল জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষয়টি খোঁজ নিতে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, নদীতে পাথর রাখার জন্য পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হচ্ছে। ব্যবসায়ীরা সেটা করতে পারেন না। পাথর ভাঙার জন্য যে ক্রাশার মেশিন ব্যবহার করছে, তা ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন।
চট্টগ্রামে এক কিশোরী (১৪) যাত্রীকে বাসের ভেতর আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা হওয়া মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২২) নামে আহত বাংলাদেশি যুবক মারা গেছেন। আজ বুধবার রাত ৮টায় ভারতের কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন বেলা পৌনে ১টার দিকে তাঁকে গুলি করে বিএসএফ।
২৩ মিনিট আগেবিএনপির মিছিলে হামলার মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল আনোয়ারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে পারকি সমুদ্রসৈকত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগীরা একত্র হয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এত কিছুর পরও
১ ঘণ্টা আগে