Ajker Patrika

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হলো বিজয়-৭১ চত্বর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরালসহ গুঁড়িয়ে দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ও বিজয়-৭১ চত্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড়ের বিজয়-৭১ চত্বরটি প্রথমে ভাঙচুর করে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাঝখানে একটি ফোয়ারা নির্মাণ করে পৌরসভা। শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বসানো হয়েছিল ফোয়ারাটির চার পাশে। মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাস্কর্যের মাঝে দুটি মানুষ আকৃতি হাত তুলে লাল-সবুজের জাতীয় পতাকা বহন করছিল।

ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্মিত চত্বরটির নাম দেওয়া হয় বিজয়-৭১ চত্বর। এ কারণে যানবাহন চলাচলে অসুবিধা এবং এ কারণে যানজট সৃষ্টি হওয়ায় এটি অপসারণের দাবি ছিল দীর্ঘ দিনের। বিজয়-৭১ চত্বরটি ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ শাহরিয়ার বিন মতিনের নামে নামকরণ করা হয়েছিল। চত্বরটি ভাঙার পর পাশের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা। এ সময় ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী স্লোগানে মুখর করে তোলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক হাসানুর রহমান সজীব, মোহাইমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তত্ত্বাবধানে এসব গুঁড়িয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত