নাটোর প্রতিনিধি
নাটোরে সাবেক যুবলীগ নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মিঠুন আলীর (৪০) হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়। গতকাল রোববার রাতে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠুন শহরের ভবানীগঞ্জ এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মিঠুনের অনুসারীরা। মিঠুন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী। নান্নু শেখ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী ।
জানা গেছে, মিঠুন ও নান্নুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ১৬ এপ্রিল মিঠুন ও তাঁর অনুসারীরা একই স্থানে নান্নুকে কুপিয়ে জখম করে। দুই মাস চিকিৎসার পর নান্নু সুস্থ হয়ে ফিরে এলে এ হামলার ঘটনা ঘটল।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘মিঠুনের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নির্লিপ্ততা অনেকাংশে দায়ী। মিঠুন যেদিন নান্নু শেখকে কুপিয়েছিল, সেদিন প্রশাসন নিশ্চুপ ছিল। তখন নান্নুর মামলার ১ নম্বর আসামি হলেও মিঠুনকে পুলিশ গ্রেপ্তার করেনি। যারা হামলা করেছে ও যারা হামলার শিকার হয়েছে, উভয়ই সন্ত্রাসী। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সবুজ আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিঠুন ও তাঁর অনুসারীরা বলারিপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে রাজার পুকুরের পাশে একটি ঝোপ থেকে তাঁদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়। তাতে তাঁদের চোখে সমস্যা হলে ২০-২৫ জন মাস্ক পরা যুবক আক্রমণ চালান। একপর্যায়ে একজন ধারালো অস্ত্র দিয়ে মিঠুনকে মারতে উদ্যত হয়। এ সময় হাত দিয়ে বাধা দিতে গেলে ডান কবজি কেটে পড়ে যায়। এ সময় অন্যরাও মিঠুনকে কোপাতে থাকে। মিঠুনকে বাঁচাতে এগিয়ে গেলে আরমান আলী, আব্দুল্লাহ ও বকুল নামের তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১১টার দিকে রাজশাহী যাওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত মিঠুনের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর নিম্নাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার জন্য নান্নু শেখকে দায়ী করেছেন মিঠুনের স্বজনেরা। মিঠুনের মা জুলেখা বেগম বলেন, তাঁর ছেলেকে কুপিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছের লোক নান্নু শেখ।
ঘটনার পর থেকে অভিযুক্ত নান্নু শেখের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী আজকের পত্রিকাকে বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তা জানার চেষ্টা করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
নাটোরে সাবেক যুবলীগ নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মিঠুন আলীর (৪০) হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়। গতকাল রোববার রাতে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠুন শহরের ভবানীগঞ্জ এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মিঠুনের অনুসারীরা। মিঠুন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী। নান্নু শেখ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী ।
জানা গেছে, মিঠুন ও নান্নুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ১৬ এপ্রিল মিঠুন ও তাঁর অনুসারীরা একই স্থানে নান্নুকে কুপিয়ে জখম করে। দুই মাস চিকিৎসার পর নান্নু সুস্থ হয়ে ফিরে এলে এ হামলার ঘটনা ঘটল।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘মিঠুনের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নির্লিপ্ততা অনেকাংশে দায়ী। মিঠুন যেদিন নান্নু শেখকে কুপিয়েছিল, সেদিন প্রশাসন নিশ্চুপ ছিল। তখন নান্নুর মামলার ১ নম্বর আসামি হলেও মিঠুনকে পুলিশ গ্রেপ্তার করেনি। যারা হামলা করেছে ও যারা হামলার শিকার হয়েছে, উভয়ই সন্ত্রাসী। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সবুজ আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিঠুন ও তাঁর অনুসারীরা বলারিপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে রাজার পুকুরের পাশে একটি ঝোপ থেকে তাঁদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়। তাতে তাঁদের চোখে সমস্যা হলে ২০-২৫ জন মাস্ক পরা যুবক আক্রমণ চালান। একপর্যায়ে একজন ধারালো অস্ত্র দিয়ে মিঠুনকে মারতে উদ্যত হয়। এ সময় হাত দিয়ে বাধা দিতে গেলে ডান কবজি কেটে পড়ে যায়। এ সময় অন্যরাও মিঠুনকে কোপাতে থাকে। মিঠুনকে বাঁচাতে এগিয়ে গেলে আরমান আলী, আব্দুল্লাহ ও বকুল নামের তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১১টার দিকে রাজশাহী যাওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত মিঠুনের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর নিম্নাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার জন্য নান্নু শেখকে দায়ী করেছেন মিঠুনের স্বজনেরা। মিঠুনের মা জুলেখা বেগম বলেন, তাঁর ছেলেকে কুপিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছের লোক নান্নু শেখ।
ঘটনার পর থেকে অভিযুক্ত নান্নু শেখের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী আজকের পত্রিকাকে বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তা জানার চেষ্টা করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৮ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৯ ঘণ্টা আগে