নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১০ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৪৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে