শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে মতিয়ার রহমান (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মতিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের মৃত আবদুর রহিম বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত মতিয়ার রহমানের ছেলে মামুন (২৮) মানসিক ভারসাম্যহীন। সে গত শনিবার বিকেলে বাড়ি থেকে ৫ কেজি চাল কাউকে না জানিয়ে স্থানীয় একটি মাজারে দান করে। বাড়ি থেকে চাল নিয়ে যাওয়ায় ওই রাতেই মতিয়ার রহমান ছেলেকে গালমন্দ করেন। পরের দিন ভোর ৪টার দিকে মামুন তাঁর বাবাকে ঘুম থেকে ডেকে তুলে চাল নিয়ে আসার জন্য বলে।
এরপর বাবা-ছেলে গ্রামের রেজাউলের ভুট্টার খেতের কাছে পৌঁছালে মামুন তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে জখম করে। বৃদ্ধ মতিয়ারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে মামুনকে আটক করে। এরপর স্থানীয়রা গুরুতর আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে মতিয়ার রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানেও অবস্থার কোনো উন্নতি না হলে সেই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মতিয়ার রহমান মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘হত্যাকারী মামুন একজন মানসিক ভারসাম্যহীন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।’
বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে মতিয়ার রহমান (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মতিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের মৃত আবদুর রহিম বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত মতিয়ার রহমানের ছেলে মামুন (২৮) মানসিক ভারসাম্যহীন। সে গত শনিবার বিকেলে বাড়ি থেকে ৫ কেজি চাল কাউকে না জানিয়ে স্থানীয় একটি মাজারে দান করে। বাড়ি থেকে চাল নিয়ে যাওয়ায় ওই রাতেই মতিয়ার রহমান ছেলেকে গালমন্দ করেন। পরের দিন ভোর ৪টার দিকে মামুন তাঁর বাবাকে ঘুম থেকে ডেকে তুলে চাল নিয়ে আসার জন্য বলে।
এরপর বাবা-ছেলে গ্রামের রেজাউলের ভুট্টার খেতের কাছে পৌঁছালে মামুন তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে জখম করে। বৃদ্ধ মতিয়ারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে মামুনকে আটক করে। এরপর স্থানীয়রা গুরুতর আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে মতিয়ার রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানেও অবস্থার কোনো উন্নতি না হলে সেই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মতিয়ার রহমান মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘হত্যাকারী মামুন একজন মানসিক ভারসাম্যহীন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।’
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগে