লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে