রাবি প্রতিনিধি
পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বলেন, ‘আমরা অধিকাংশ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা গত রোব-সোমবারের মধ্যেই পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কেরা আমাদের অনুরোধ করেছিলেন, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘কিন্তু পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানারকম বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ, সেহেতু যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই, সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের আবাসিক শিক্ষকেরা আজই পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
পদত্যাগ করা শহীদ হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। আবাসিক শিক্ষকেরা হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. আশিক শাহরিয়ার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আরমান হোসেন।
তবে ওই হলের আবাসিক শিক্ষক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্ত দেশের বাইরে থাকায় এখনো পদত্যাগ পত্র জমা দেননি। শিগগিরই তিনিও পদত্যাগ করবেন।
পদত্যাগের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের বিষয়ে আমি এখনো কিছু জানি না। আন্দোলনকারীদের সমন্বয়কদের অনুরোধের প্রেক্ষিতে আমরা পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম শনিবার। এখন কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করতেই পারেন।’
পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বলেন, ‘আমরা অধিকাংশ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা গত রোব-সোমবারের মধ্যেই পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কেরা আমাদের অনুরোধ করেছিলেন, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘কিন্তু পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানারকম বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ, সেহেতু যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই, সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের আবাসিক শিক্ষকেরা আজই পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
পদত্যাগ করা শহীদ হাবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। আবাসিক শিক্ষকেরা হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. আশিক শাহরিয়ার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আরমান হোসেন।
তবে ওই হলের আবাসিক শিক্ষক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্ত দেশের বাইরে থাকায় এখনো পদত্যাগ পত্র জমা দেননি। শিগগিরই তিনিও পদত্যাগ করবেন।
পদত্যাগের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের বিষয়ে আমি এখনো কিছু জানি না। আন্দোলনকারীদের সমন্বয়কদের অনুরোধের প্রেক্ষিতে আমরা পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম শনিবার। এখন কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করতেই পারেন।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৫ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৬ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৭ ঘণ্টা আগে