Ajker Patrika

ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৪১
ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৩

নওগাঁর ধামইরহাটে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে তাঁদের আটকের ঘটনা ঘটে। 

আটকেরা হলেন ধামইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকার শ্রী. নিত্য সরকার (২৪) এবং জয়পুরহাটের সদর উপজেলার বিল্লা গ্রামের শাহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের মো. সিফাত হোসেন (১৮)। তাঁরা কম্পিউটারে পর্নো ভিডিও সংরক্ষণ করে বিক্রি করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৫। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে তিন যুবক ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে নিজেদের দোকানে কম্পিউটারের হার্ডডিস্কে পর্নো ভিডিও এবং অশ্লীল সিনেমা ও গানের ভিডিও রেখে ব্যবসা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে এসব ভিডিও সরবরাহ করতেন তাঁরা। 

র‍্যাব আরও জানায়, বিষয়টি তদন্তের মধ্য দিয়ে সত্যতা পাওয়ায় আজ ভোরে মঙ্গলবাড়ী বাজারে তাঁদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিব বলেন, ‘র‍্যাবের হাতে গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অন্যজন র‍্যাবের হেফাজতে আছে। আটকদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত