নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী পুনর্বাসন কেন্দ্রে দুই মাস পরিচর্যার পরে উড়তে শেখা লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানাকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আকাশে উড়িয়ে দেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্।
নগরের নওদাপাড়া এলাকায় বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র থেকে ছানাগুলো অবমুক্ত করা হয়। এ সময় বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, ফরেস্টার গোলাম কবির ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট ছানাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, গত ৩০ অক্টোবর নগরের সুলতানাবাদ এলাকার একটি বাসা থেকে ছানা তিনটি উদ্ধার করা হয়। ওই এলাকার একটি বাসায় মা প্যাঁচা বাচ্চা ফুটিয়েছিল। এরপর গৃহকর্তা প্যাঁচার উপস্থিতি টের পান। দুর্গন্ধ ছড়ায় বলে তিনি বন বিভাগে খবর দেন। তারা সেখানে গিয়ে দেখেন বাচ্চাগুলোর বয়স ১০ থেকে ১৫ দিন হয়েছে।
জাহাঙ্গীর কবির জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে হয়, ছেড়ে দিলে ছানাগুলো প্রকৃতিতে টিকে থাকতে পারবে না বলে। তাঁরা বাড়ির মালিককে বোঝান আর কয়েক দিন অপেক্ষা করলেই ছানাগুলো উড়তে শিখবে। তখন তাদের মা অন্য কোথাও নিয়ে যাবে অথবা তারা উড়ে যাবে। কিন্তু এরপর বাড়ির মালিক বিষয়টি ফেসবুকে লিখতে থাকেন। কল সেন্টারে ফোন করে তাঁর অসুবিধার কথা জানান।
বাধ্য হয়ে বন বিভাগের কর্মকর্তারা ছানা তিনটি উদ্ধার করে নিজেদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। সেখান টানা দুই মাস পরিচর্যার পর ছানাগুলো উড়তে শিখেছে। এখন তারা প্রকৃতিতে শিকার ধরে খেতে পারবে। এটি নিশ্চিত হওয়ার পরে তাদের অবমুক্ত করা হয়েছে।
রাজশাহী পুনর্বাসন কেন্দ্রে দুই মাস পরিচর্যার পরে উড়তে শেখা লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানাকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আকাশে উড়িয়ে দেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্।
নগরের নওদাপাড়া এলাকায় বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র থেকে ছানাগুলো অবমুক্ত করা হয়। এ সময় বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, ফরেস্টার গোলাম কবির ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট ছানাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, গত ৩০ অক্টোবর নগরের সুলতানাবাদ এলাকার একটি বাসা থেকে ছানা তিনটি উদ্ধার করা হয়। ওই এলাকার একটি বাসায় মা প্যাঁচা বাচ্চা ফুটিয়েছিল। এরপর গৃহকর্তা প্যাঁচার উপস্থিতি টের পান। দুর্গন্ধ ছড়ায় বলে তিনি বন বিভাগে খবর দেন। তারা সেখানে গিয়ে দেখেন বাচ্চাগুলোর বয়স ১০ থেকে ১৫ দিন হয়েছে।
জাহাঙ্গীর কবির জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে হয়, ছেড়ে দিলে ছানাগুলো প্রকৃতিতে টিকে থাকতে পারবে না বলে। তাঁরা বাড়ির মালিককে বোঝান আর কয়েক দিন অপেক্ষা করলেই ছানাগুলো উড়তে শিখবে। তখন তাদের মা অন্য কোথাও নিয়ে যাবে অথবা তারা উড়ে যাবে। কিন্তু এরপর বাড়ির মালিক বিষয়টি ফেসবুকে লিখতে থাকেন। কল সেন্টারে ফোন করে তাঁর অসুবিধার কথা জানান।
বাধ্য হয়ে বন বিভাগের কর্মকর্তারা ছানা তিনটি উদ্ধার করে নিজেদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। সেখান টানা দুই মাস পরিচর্যার পর ছানাগুলো উড়তে শিখেছে। এখন তারা প্রকৃতিতে শিকার ধরে খেতে পারবে। এটি নিশ্চিত হওয়ার পরে তাদের অবমুক্ত করা হয়েছে।
বালুমহাল ইজারা নিয়ে মাটি লুট করছেন রাজশাহীর হুন্ডি কারবারি হিসেবে আলোচিত মুখলেসুর রহমান ওরফে মুকুল। এলাকাবাসী এক জোট হয়ে মাটি লুটের প্রতিবাদ করলেও তাঁরা মুকুলের ক্ষমতার কাছে অসহায়ত্ব বরণ করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগেবুল বুল চৌধুরী নামের এক ব্যক্তির জন্মনিবন্ধন ব্যবহার করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় কোটি টাকার জমি বিক্রি করা হয়। বুল বুল চৌধুরীর জন্মনিবন্ধনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য দেওয়া।
৫ ঘণ্টা আগেজাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে অর্থ লোপাটের নানা অভিযোগ উঠেছে। এখানে প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার, নাশতার ব্যয় এবং কেন্দ্রের কক্ষ ও কোয়ার্টার ভাড়া থেকে টাকা হাতানো হচ্ছে। সেই সঙ্গে অফিস ফাঁকি ও নামমাত্র মাঠ প্রশিক্ষণের অভিযোগ
৫ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চলের মতো খোদ রাজধানী শহরেও প্রতিদিন ঝুঁকিপূর্ণ ‘স্কুল ভ্যানে’ যাতায়াত করে হাজারো স্কুলশিক্ষার্থী। অনেকটা খাঁচার মতো তিন চাকার ওপর হালকা কাঠামোর এসব ভ্যানে ১০ জন করে শিশুশিক্ষার্থী আনা-নেওয়া করা হয়। অল্প সময়ে বেশিসংখ্যক শিক্ষার্থী পরিবহনের জন্য সম্প্রতি এই বাহনে যুক্ত করা হয়েছে মোটর।
৫ ঘণ্টা আগে