পুনর্বাসন কেন্দ্রে ২ মাস পরিচর্যা, অবমুক্ত করা হলো ৩ লক্ষ্মীপ্যাঁচা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২৩: ২৩
Thumbnail image
৩ লক্ষ্মীপ্যাঁচা অবমুক্ত করছেন বন বিভাগের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী পুনর্বাসন কেন্দ্রে দুই মাস পরিচর্যার পরে উড়তে শেখা লক্ষ্মীপ্যাঁচার তিনটি ছানাকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আকাশে উড়িয়ে দেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্।

নগরের নওদাপাড়া এলাকায় বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র থেকে ছানাগুলো অবমুক্ত করা হয়। এ সময় বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, ফরেস্টার গোলাম কবির ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট ছানাউল ইসলাম উপস্থিত ছিলেন।

বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, গত ৩০ অক্টোবর নগরের সুলতানাবাদ এলাকার একটি বাসা থেকে ছানা তিনটি উদ্ধার করা হয়। ওই এলাকার একটি বাসায় মা প্যাঁচা বাচ্চা ফুটিয়েছিল। এরপর গৃহকর্তা প্যাঁচার উপস্থিতি টের পান। দুর্গন্ধ ছড়ায় বলে তিনি বন বিভাগে খবর দেন। তারা সেখানে গিয়ে দেখেন বাচ্চাগুলোর বয়স ১০ থেকে ১৫ দিন হয়েছে।

জাহাঙ্গীর কবির জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে হয়, ছেড়ে দিলে ছানাগুলো প্রকৃতিতে টিকে থাকতে পারবে না বলে। তাঁরা বাড়ির মালিককে বোঝান আর কয়েক দিন অপেক্ষা করলেই ছানাগুলো উড়তে শিখবে। তখন তাদের মা অন্য কোথাও নিয়ে যাবে অথবা তারা উড়ে যাবে। কিন্তু এরপর বাড়ির মালিক বিষয়টি ফেসবুকে লিখতে থাকেন। কল সেন্টারে ফোন করে তাঁর অসুবিধার কথা জানান।

বাধ্য হয়ে বন বিভাগের কর্মকর্তারা ছানা তিনটি উদ্ধার করে নিজেদের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। সেখান টানা দুই মাস পরিচর্যার পর ছানাগুলো উড়তে শিখেছে। এখন তারা প্রকৃতিতে শিকার ধরে খেতে পারবে। এটি নিশ্চিত হওয়ার পরে তাদের অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত