রাজশাহীতে দুই হাতে গুলি চালানো যুবলীগকর্মী রুবেল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২: ০৬
Thumbnail image
জহিরুল হক রুবেল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগকর্মী জহিরুল হক রুবেলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় সন্ত্রাসী রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ মামলা তদন্ত করছে।

পুলিশ পরিদর্শক আবদুর রফিক বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য দুপুরে আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট জহিরুল হক রুবেলকে দুই হাতে দুটি পিস্তল নিয়ে মিছিলে গুলি চালাতে দেখা যায়। গত ১৩ সেপ্টেম্বর রুবেল কুমিল্লায় গ্রেপ্তার হন।

এরপর থেকে জহিরুল হক রুবেল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। রাজশাহীতে তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে। হত্যা মামলা দুটিতে রুবেলকে ইতিমধ্যে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত