নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৫ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
২ ঘণ্টা আগে