Ajker Patrika

নাটোরে বকেয়া পাওনার দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
নাটোরে বকেয়া পাওনার দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া পাওনার দাবিতে ঢাকায় আহুত অবরোধ-অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত চিনিকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সুগার মিলস গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পরিষদের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা মিছিল নিয়ে মিল চত্বর ঘুরে পরিষদের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, বকেয়া ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। দীর্ঘ দিন সরকারের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই আগামী ৩, ৪ ও ৫ মার্চ ঢাকার কর্মসূচি সফল করতে তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা পরিষদের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি ফিরোজ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত