জয়পুরহাটে একই ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৪: ০৪
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫: ৪১

জয়পুরহাটের চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ৩০ মিনিটের ব্যবধানে সদর ও পাঁচবিবি উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় ওই ট্রেনের নিচে চাপা পড়ে ৬০ বছরের অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন।

অন্যদিকে ৩০ মিনিটের ব্যবধানে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চবিদ্যালয়ের সামনে একই ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম দুর্গারাণী (৬৫ )। তিনি জয়পুরহাট জেলা শহরের নতুন হাটের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে জয়পুরহাট এলাকায় নিহত নারীর লাশ এলাকাবাসী তাঁর নিজ বাড়িতে নিয়ে গেছেন। আমাদের পুলিশের একজন কর্মকর্তা নিহতের বাড়িতে গেছেন। ওই নারীর লাশের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত