চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারা দেশ ও বিদেশে আমের সুখ্যাতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজ্য আর কানসাটকে বলা হয় এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার। সেখানে রয়েছে ২০০ বছরের বেশি সময়ের বাগান।
এদিকে ব্যারিস্টার সুমন নওগাঁয় ফুটবল খেলতে গিয়ে একটি ছোট আমবাগান থেকে ধারণ করা ৫ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এক দিন আগে পোস্ট করা ভিডিওতে তিনি রাজশাহী ছাড়িয়ে নওগাঁয় বেশি আম উৎপাদন হয় এবং নওগাঁকে ‘আমের রাজধানী’ বলে উল্লেখ করেন। আর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।
ওই ভিডিওতে সুমনকে আরও বলতে শোনা যায়, নওগাঁকে অনুসরণ করে তাঁর নিজ এলাকা হবিগঞ্জের চুনারুঘাটকেও আমের রাজধানী বানাতে চান। এখানে তিনি এক কৃষকের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিও বলেন, নওগাঁয় ২০-২৫ বছর ধরে আম চাষ হচ্ছে।
ব্যারিস্টার সুমনের পোস্ট করা ভিডিওটির মন্তব্যের ঘরে মো. পারভেজ আলম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘জন্মগত ইতিহাস বলে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, আপনি কোথায় পেলেন নওগাঁ, আল্লাহ ভালো জানেন।’
মূসা মিয়া নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘এমন বিকৃত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী—এটা আপনাকে মানতেই হবে।’
বাবর বাবু নামে আরেকজন লিখেছেন, ‘আমরা সবাই জানি আমের স্বর্গ বা রাজধানী হলো চাঁপাইনবাবগঞ্জ। অতিরিক্ত তেল মারতে গিয়ে ইতিহাস বিকৃত করা ঠিক না। আপনি একবার চাঁপাই আসুন।’ আব্দুল আহাদ নামের একজন লেখেন, ‘নানিবাড়ির গল্প আম্মাকে না শোনানোই ভালো।’
শাখাওয়াত জামিল দোলন লিখেছেন, ‘আপনি ব্যারিস্টার সুমন, আপনাকে বলছি, আরও বেশি করে আপনাকে লেখাপড়া করা দরকার। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ নয়। ভুল তথ্যের জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত।’
শামিম শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘এইতো কদিন আগে নওগাঁর লোকজন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের আঁটি কুড়িয়ে নিয়ে গেল। এত তাড়াতাড়ি রাজধানী হয়ে গেছে?’
মো. ফরহাদ আলী লিখেছেন, ‘আমের রাজ্য-রাজধানী দুটোই চাঁপাইনবাবগঞ্জ। মাফ চেয়ে আরেকটা ভিডিও বানান।’
আল আমিন নামে একজন লিখেছেন, ‘আপনি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষের মতো আচরণ কেন করলেন সুমন ভাই।’
মোতালেব খান নামে একজন লিখেছেন, ‘ভাই গালি দেওয়া ছেড়ে দিয়েছি। ক্যাপশন চেঞ্জ না করলে আগের রূপ ধারণ করব।’
মোতাহারুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘ভুল তথ্যের জন্য আপনার নামে মামলা দেওয়া দরকার। সারা জীবন জানলাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ।’
বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন নামের একটি পেজ থেকে মন্তব্যে লেখা হয়েছে, ‘চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষে থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নওগাঁকে আমের রাজধানী বলার জন্য দুঃখপ্রকাশ করে পোস্ট দিন। নতুবা আপনার বিরুদ্ধে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী অনলাইন প্ল্যাটফর্মে তীব্র জনমত গড়ে তুলব ইনশা আল্লাহ।’
ওই ভিডিওটিতে ৪০ হাজারের বেশি লাইক, ৩ হাজারের বেশি কমেন্ট ও ১ হাজারের বেশি শেয়ারসহ ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টন। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার টন। ২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৪৫ হাজার টন আম উৎপাদন হয়েছে।
সারা দেশ ও বিদেশে আমের সুখ্যাতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজ্য আর কানসাটকে বলা হয় এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার। সেখানে রয়েছে ২০০ বছরের বেশি সময়ের বাগান।
এদিকে ব্যারিস্টার সুমন নওগাঁয় ফুটবল খেলতে গিয়ে একটি ছোট আমবাগান থেকে ধারণ করা ৫ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এক দিন আগে পোস্ট করা ভিডিওতে তিনি রাজশাহী ছাড়িয়ে নওগাঁয় বেশি আম উৎপাদন হয় এবং নওগাঁকে ‘আমের রাজধানী’ বলে উল্লেখ করেন। আর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।
ওই ভিডিওতে সুমনকে আরও বলতে শোনা যায়, নওগাঁকে অনুসরণ করে তাঁর নিজ এলাকা হবিগঞ্জের চুনারুঘাটকেও আমের রাজধানী বানাতে চান। এখানে তিনি এক কৃষকের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিও বলেন, নওগাঁয় ২০-২৫ বছর ধরে আম চাষ হচ্ছে।
ব্যারিস্টার সুমনের পোস্ট করা ভিডিওটির মন্তব্যের ঘরে মো. পারভেজ আলম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘জন্মগত ইতিহাস বলে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, আপনি কোথায় পেলেন নওগাঁ, আল্লাহ ভালো জানেন।’
মূসা মিয়া নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘এমন বিকৃত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী—এটা আপনাকে মানতেই হবে।’
বাবর বাবু নামে আরেকজন লিখেছেন, ‘আমরা সবাই জানি আমের স্বর্গ বা রাজধানী হলো চাঁপাইনবাবগঞ্জ। অতিরিক্ত তেল মারতে গিয়ে ইতিহাস বিকৃত করা ঠিক না। আপনি একবার চাঁপাই আসুন।’ আব্দুল আহাদ নামের একজন লেখেন, ‘নানিবাড়ির গল্প আম্মাকে না শোনানোই ভালো।’
শাখাওয়াত জামিল দোলন লিখেছেন, ‘আপনি ব্যারিস্টার সুমন, আপনাকে বলছি, আরও বেশি করে আপনাকে লেখাপড়া করা দরকার। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ নয়। ভুল তথ্যের জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত।’
শামিম শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘এইতো কদিন আগে নওগাঁর লোকজন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের আঁটি কুড়িয়ে নিয়ে গেল। এত তাড়াতাড়ি রাজধানী হয়ে গেছে?’
মো. ফরহাদ আলী লিখেছেন, ‘আমের রাজ্য-রাজধানী দুটোই চাঁপাইনবাবগঞ্জ। মাফ চেয়ে আরেকটা ভিডিও বানান।’
আল আমিন নামে একজন লিখেছেন, ‘আপনি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষের মতো আচরণ কেন করলেন সুমন ভাই।’
মোতালেব খান নামে একজন লিখেছেন, ‘ভাই গালি দেওয়া ছেড়ে দিয়েছি। ক্যাপশন চেঞ্জ না করলে আগের রূপ ধারণ করব।’
মোতাহারুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘ভুল তথ্যের জন্য আপনার নামে মামলা দেওয়া দরকার। সারা জীবন জানলাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ।’
বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন নামের একটি পেজ থেকে মন্তব্যে লেখা হয়েছে, ‘চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষে থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নওগাঁকে আমের রাজধানী বলার জন্য দুঃখপ্রকাশ করে পোস্ট দিন। নতুবা আপনার বিরুদ্ধে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী অনলাইন প্ল্যাটফর্মে তীব্র জনমত গড়ে তুলব ইনশা আল্লাহ।’
ওই ভিডিওটিতে ৪০ হাজারের বেশি লাইক, ৩ হাজারের বেশি কমেন্ট ও ১ হাজারের বেশি শেয়ারসহ ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টন। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার টন। ২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৪৫ হাজার টন আম উৎপাদন হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে