Ajker Patrika

নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৯
নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলামকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলামের বাড়ি লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকায়।

আজ সোমবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি তার স্ত্রীর আপন বোন।

এ ঘটনার পরের দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাহেদুল ইসলামের আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলামকে লালপুর থানায় নিয়ে আসে। পরে তাঁকে আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জাহেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম প্রদান করার আদেশ দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত