নীলফামারীতে নকল করার ঘটনায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৩, ২২: ২৩
আপডেট : ০৭ মে ২০২৩, ২২: ৪৩

নীলফামারীর কিশোরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার ও ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলার সময় দুই কেন্দ্রে এসব ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘নকল করার অপরাধে দুটি কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওইসব কক্ষে দায়িত্বরত ছয় শিক্ষককে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

কেন্দ্র থেকে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় এক শিক্ষার্থীকে ধরে ফেলেন ইউএনও। ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর সঙ্গে ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 

অপর দিকে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নকল করার সময় ইউএনও ও কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা তিন শিক্ষার্থীকে নকল করার সময় ধরে ফেলেন। ওই ৩ শিক্ষার্থীদেরকে বহিষ্কার ও কক্ষে দায়িত্বরত ৪ শিক্ষককে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জানা গেছে। 

নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষককে কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়টি স্বীকার করেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব গোলাম আজম। 

কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম নকল করার অপরাধে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করার কথা স্বীকার করেন। চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি পরে জানাবেন বলে মোবাইল ফোনের কল কেটে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত