গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয় আনি বালাপাড়া এলাকায় একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে চেতনানাশক খাইয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়।
অমল মহন্ত (২২) ওই ইউনিয়নের মনিন্দ্র মহন্তর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অমলের বাবা মনিন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার ছেলে মোবাইল ফোন বাড়িতে রেখে বের হয়ে যায়। রাত ১২টার মধ্যে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, অমল তার বোনের বাড়িতে। আজ সকালে শুনতি পাই, ছেলের লাশ বাঁশঝাড়ে। তবে সকালে মেয়েকে জিজ্ঞাসার পর জানা যায়, অমল রাতে তার বাড়িতে যায়নি।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধারণা করছি, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয় আনি বালাপাড়া এলাকায় একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে চেতনানাশক খাইয়ে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়।
অমল মহন্ত (২২) ওই ইউনিয়নের মনিন্দ্র মহন্তর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
অমলের বাবা মনিন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার ছেলে মোবাইল ফোন বাড়িতে রেখে বের হয়ে যায়। রাত ১২টার মধ্যে বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি, অমল তার বোনের বাড়িতে। আজ সকালে শুনতি পাই, ছেলের লাশ বাঁশঝাড়ে। তবে সকালে মেয়েকে জিজ্ঞাসার পর জানা যায়, অমল রাতে তার বাড়িতে যায়নি।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধারণা করছি, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১৪ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
২৫ মিনিট আগে