Ajker Patrika

তিস্তায় নৌকাডুবিতে শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৮

কুড়িগ্রাম প্রতিনিধি
তিস্তায় নৌকাডুবিতে শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৮

কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১৯ জুন) রাত সাড়ে ১১টা পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮ যাত্রী। 

সন্ধ্যার দিকে ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান এবং উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

বজরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মহুবর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে নদীতে হঠাৎ ঝোড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। কাছে থাকা একটি ছোট নৌকা কিছু যাত্রীকে উদ্ধার করলেও তীব্র স্রোতে বেশ কয়েকজন ভাটির দিকে ভেসে যায় বলে জানতে পেরেছি। তাঁরা শেষ পর্যন্ত তীরে উঠতে পারছেন কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।’ 

এই ইউপি সদস্য আরও বলেন, ‘শুনেছি যাত্রীরা পুরান বজরা বাজার এলাকা থেকে নৌকা যোগে রংপুরের পীরগঞ্জের পাওটানা গাবুরারচর এলাকায় যাচ্ছিলেন। এ সময় আমার ওয়ার্ডের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়।’ 

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামে এক যাত্রী বলেন, ‘আমরা বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় শিশুসহ ২৫-২৬ জন ছিলাম। এ সময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘোরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনো অনেকে নিখোঁজ আছে।’ 

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ‘এখন পর্যন্ত (রাত সাড়ে ১১টা) এক শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ 

তিস্তা নদীর ঘটনাস্থল থেকে বুধবার রাত সাড়ে ১১টায় ইউএনও মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর লাশ রয়েছে। জীবিত উদ্ধার যাত্রীদের মধ্যে চারজনকে আহত অবস্থায় উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকায় থাকা যাত্রীদের তথ্য মতে এখনো ৮ জন যাত্রী নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারকাজ পরিচালনা করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত