ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে চার দিন (২০ জুলাই–২৩ জুলাই) ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাজ বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিককে সংসার চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। তাঁরা জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় ৫ হাজার শ্রমিক কয়েক দিন কোনো কাজ করতে পারেননি। এতে তাঁদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বন্দরের চায়ের দোকানি আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যায়। এক দিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্টে আছি।’
ব্যবসায়ীরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পাথর পরিবহন করা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ঠিকভাবে মালপত্র পৌঁছানো যাচ্ছে না।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইন্টারনেট না থাকায় মালামাল খালাস করা যাচ্ছে না। ব্যবসায়ীরা পণ্য আনতে পারছেন না। এমনকি মালামাল বিক্রি করতেও সমস্যা হচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সরকারের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে চার দিন (২০ জুলাই–২৩ জুলাই) ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে করে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাজ বন্ধ থাকায় বন্দরের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিককে সংসার চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। তাঁরা জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় ৫ হাজার শ্রমিক কয়েক দিন কোনো কাজ করতে পারেননি। এতে তাঁদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বন্দরের চায়ের দোকানি আব্দুর রাজ্জাক বলেন, ‘বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যায়। এক দিন কাজ না করলে পেটে ভাত যায় না। খুব কষ্টে আছি।’
ব্যবসায়ীরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পাথর পরিবহন করা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ঠিকভাবে মালপত্র পৌঁছানো যাচ্ছে না।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইন্টারনেট না থাকায় মালামাল খালাস করা যাচ্ছে না। ব্যবসায়ীরা পণ্য আনতে পারছেন না। এমনকি মালামাল বিক্রি করতেও সমস্যা হচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। সরকারের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৪ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৬ মিনিট আগে