Ajker Patrika

গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ২১: ৩৮
গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ধাক্কায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িসহ চালক থানায় আটক আছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, রহিমা বেগম সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই রাস্তা পার হচ্ছিলেন। এই সময় দ্রুতগামী একটি  কার তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা কারের চালককে আটক করে পুলিশে দেয়।

আহত রহিমাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আটক কারটি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর।

আটক চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।’

এ বিষয়ে কথা বলতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত